শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন

মাধবপুরে আওয়ামীলীগ নেতাকে বিএনপি’র দলীয় প্যাডে প্রত্যয়ন

মাধবপুরে আওয়ামীলীগ নেতাকে বিএনপি’র দলীয় প্যাডে প্রত্যয়ন

মাধবপুর প্রতিনিধি ॥ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যাসহ ডজনের অধিক মামলার আসামী আওয়ামীলীগের প্রভাবশালী নেতা বেনু মেম্বারকে বিএনপি’র কর্মি ও সমর্থক দাবী করে দলীয় প্যাডে প্রত্যায়ন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)র মাধবপুর উপজেলাস্থ ৭নং জগদীশপুর ইউ/পি শাখার সভাপতি আরজু মিয়া ও সাধারন সম্পাদক শেখ শামীম মিয়ার সীল স্বাক্ষর সম্বলিত এই প্রত্যায়নটি থানা পুলিশ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে দাখিল করা হয়েছে বলে জানা গেছে। চলতি বছরের গত ২৭ জুলাই ইস্যু করা সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রত্যয়ন পত্রটি নিয়ে জাতীয়তাবাদী আর্দশের জনগনের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। জানা গেছে পারিবারিকভাবে আওয়ামী মতাদর্শ বেনু মিয়া ৭নং জগদীশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য। তার পিতা মরহুম আদিল হোসেন আওয়ামীলীগের বিভিন্ন সভা সমাবেশে গুরুত্বপূর্ণ আসনে আসীন হতেন। আওয়ামীলীগের শাসনামলে সাবেক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আর পিছনে থাকাতে হয়নি বেনু মিয়াকে। প্রভাব কাটিয়ে নিজ এলাকায় গড়ে ওঠা শিল্পকারখানা নিজের নিয়ন্ত্রণে নিয়ে যান। গত ১০ বছরে বনে গেছে অঢেল সম্পদের মালিক। এড. মাহবুব আলাী শেল্টারে জ্ঞাত আয় বর্হিভূর্ত কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়ে তুলেছে। দৃশ্যমান কোন আয় না থাকলেও রয়েছে বাড়ী, গাড়ীসহ সম্পদের পাহাড়। আওয়ামীলীগের আমলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী বেনু মেম্বারের হামলায় ইকবাল,ছুকেরা, রিপনসহ অনেকে নিরীহ মানুষের জীবন বিপন্ন হয়েছে। নিরপরাধ অনেক মানুষকে হত্যাসহ নানা মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করে রাখারও অভিযোগ তার বিরুদ্ধে। গত ৮ জুন বহু অপকর্মের হুতা বেনু মেম্বারকে যৌথ বাহিনী অভিযান নিজ বাড়ী থেকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। হাজতবাসী বেনুকে ছাড়িয়ে আনতে তার লোকজন জাল জালিয়াতির আশ্রয় নিতে থাকে। এরই অংশ হিসেবে সেই জাল প্রত্যায়ন সৃজন হতে পারে মন্তব্য নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির একাধিক নেতা। বিএনপির কর্মি সমর্থক হিসেবে প্রত্যায়ন দেওয়ার বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শেখ শামীমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার স্বাক্ষর জাল করে কে বা কারা প্রত্যয়ন তৈরী করে থানায় জমা দিয়েছিল। খবর পেয়ে আমি থানায় গিয়ে ওসি সাহেবকে বলে আসছি এই স্বাক্ষর এবং প্রত্যয়নটি জালিয়াতি করে একটি চক্র সৃজন করেছে। দলীয় প্যাড ও স্বাক্ষর জালিয়াত চক্রকে আইনের আওতায় আনার দাবী করেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com