শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন

মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার

মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।গত বুধবার (৬ আগস্ট) সকালে এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রটির আরও পাঁচ সদস্য পালিয়ে যায়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্ল্যাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশের একটি দল মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম মাধবপুর এলাকার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালায়। সেখান থেকে ডাকাতির প্রস্তুতিরত অবস্থায় চারজনকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।” গ্রেফতারকৃতরা হলেন মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মো. কাজল মিয়া (৪২), কাচারীপাড়া এলাকার সাহেদ মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৫), কলেজপাড়া এলাকার রওশন মিয়ার ছেলে রিয়াজ মিয়া (২২) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিন্নিরহাট গ্রামের সুর রহমানের ছেলে আক্কাস মিয়া (২৮)।”ওসি আরও জানান, গ্রেফতারকৃত কাজল মিয়া একজন চিহ্নিত অপরাধী এবং তার বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযান টের পেয়ে ডাকাত দলের অন্য পাঁচ সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পলাতকদের গ্রেফতারের জন্য পুলিশের অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com