শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন

বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলির কৃতজ্ঞতা প্রকাশ

বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলির কৃতজ্ঞতা প্রকাশ

গত ৩ আগস্ট রবিবার নবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে গোপন ব্যালটে ৪০৭ ভোটে নির্বাচিত করায় নবীগঞ্জ উপজেলার সম্মানিত ভোটার, দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের গভীর কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন নব নির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি। বিবৃতিতে অলিউর রহমান অলি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ঘোষণা করা ‘বহুদলীয় গণতন্ত্র’, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র অবিচল নেতৃত্ব এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান এর চিন্তা-দর্শন আমার রাজনীতির মূল অনুপ্রেরণা। তাঁদের আদর্শকে হৃদয়ে ধারণ করে আমি দলীয় দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, এই বিজয় আমার একার নয় এটি গণতন্ত্র, নেতৃত্ব, নিষ্ঠা ও ঐক্যবদ্ধ প্রয়াসের প্রতিচ্ছবি। আগামী দিনগুলোতে নবীগঞ্জ উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও জনবান্ধব করতে আমি দৃঢ়ভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ। বিবৃতিতে তিনি সবাই মিলে শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।-প্রেস বিজ্ঞপ্তি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com