মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পৌরসভার টিএলসিসি এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার সকালে মাধবপুর উপজেলা পরিষদের সভা অনুষ্ঠিত টিএলসিসি কমিটির ত্রৈমাসিক সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম। সভার কার্যবিবরণী পাঠ করেন হিসাব রক্ষণ কর্মকর্তা বিনয় রায় । বিবরণীতে উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরেন তিনি। এ সময় টিএলসিসি সদস্যবৃন্দ শহরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রস্তাব করেন। পৌর প্রশাসক ও পৌরসভার পক্ষ থেকে গুরুত্ব দিয়ে প্রস্তাবগুলো গ্রহণ করে অগ্রাধিকারের ভিত্তিতে প্রকল্প নিয়ে কাজ করার উদ্যোগের কথা বলা হয়। প্রকৌশল শাখা থেকে এ সময় সম্পন্ন হওয়া প্রকল্প ও চলমান কাজের চিত্র তুলে ধরা হয়। বলা হয়, পাইপ লাইনে থাকা প্রকল্পের কথাও। দাবি উঠে- মাধবপুর কে একটি উন্নত বাসযোগ্য মাধবপুর হিসেবে গড়ে তুলার উদ্যোগ। মাধবপুর পৌর যানজট নিরসনের উদ্যোগ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মাদক নির্মূল,আইনশৃঙ্খলা উন্নতি,সড়ক বাতি এমন সব বিষয়ে আলোচনা ও পর্যালোচনা হয়। সমস্যা সমাধানে আশ্বাস দেন পৌর প্রশাসক। এ সময় সভায় উপস্থিত ছিলেন টিএলসিসি কমিটির সদস্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর, অফিসার ইনচার্জ মোঃ শহিদ উল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল ইসলাম, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক,পৌর মূখ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মানিক মিয়া, সাবেক কাউন্সিলর মোবারক হোসেন, শেখ জহিরুল ইসলাম,ইসরাত জাহান ডলি, সমাজে সেবক মাসুদ আলী,মাসুক মিয়া,এমদাদুল হক সুজন,জনি পাঠান, সাংবাদিক আলমগীর কবির প্রমুখ।
Leave a Reply