মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের অভিযোগে পাঁচ ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১টায় উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হযরত শাহ সোলেমান ফতেহগাজী (র:) মাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম। এসময় তিনি পাঁচ মাদক সেবনকারীকে প্রত্যেককে একশত টাকা করে অর্থদন্ড ও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক চাঁন মিয়া ও উপপরিদর্শক মীরা রানী দেবীর উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়। দন্ডপ্রাপ্ত মাদক সেবনকারীরা হলেন-উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মাজার এলাকার আকলাছ মিয়া (৪০), সবুজ আলী (৪৫), আলমগীর (৩৫), সেতু মিয়া (৩৫),পরশ (৩৩)। মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম বলেন,জনস্বার্থে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান সবসময়ই চলমান থাকবে।
Leave a Reply