মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের মনতলা স্টেশন বাজারে একটি পাখির দোকানে অভিযান চালিয়েছে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের লোকজন। অভিযানে অবৈধভাবে আটক রাখা ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শিত মোট ২০ টি দেশীয় বন্যপাখী জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। জানা যায়,অভিযানে উদ্ধারকৃত প্রাণীগুলোর মধ্যে রয়েছে- ১০টি ঝুঁটি শালিক, ৩টি তিলা ঘুঘু ও ২টি টিয়া।জেলা প্রশাসক ড. ফরিদুর রহমানের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন মাধবপুরের এসিল্যান্ট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম সহযোগিতা করে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে নিবেদিত সংগঠন পাখি প্রেমিক সোসাইটি। অভিযানে স্থানীয় মালু মিয়া নামের পাখি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।পাখিগুলোকে অবমুক্ত করার জন্য জব্দ করা হয়।
Leave a Reply