স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ৬ নম্বর কাগাপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার মাঈন উদ্দিন মিয়ার বিরুদ্ধে ৫ লাখ টাকার চাঁদাবাজির মৌখিক অভিযোগ তুলেছেন এক ব্যবসায়ী।এ ঘটনায় এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ রিপন মিয়া জানান, তিনি দীর্ঘদিন যাবত সিলেট শহরে ব্যবসা করে আসছেন। কৃষি জমি ক্রয় করতে প্রায় মাস খানেক পূর্বে দেশের বাড়ি বগি গ্রামে আসেন তিনি। জমি ক্রয়ের পূর্বে হঠাৎ তৃতীয় পক্ষ মাঈন উদ্দিন মেম্বার তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে বসেন। চাঁদা দিতে অপারগতা জানালে ব্যবসায়ী রিপনের উপর দলবল নিয়ে হামলা করেন মাঈন উদ্দিনসহ তার লাঠিয়াল বাহিনী। পরে স্থানীয় মুরুব্বিদের অনুরোধে মামলায় যাননি ব্যবসায়ী রিপন। সংঘর্ষের দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর পূর্ব আক্রোশের জেরে মাঈন উদ্দিন মেম্বারের ইন্দনে ব্যবসায়ী মোঃ রিপন মিয়াসহ ৫ জনের উপর গত ১৬ জুলাই বানিয়াচং থানায় একটি অভিযোগ দেন মাঈন উদ্দিন মিয়ার সহযোগী আব্দুর রহমান। ওই অভিযোগের প্রক্ষিতে ব্যবসায়ী ও তাদের স্বজনদের হয়রানি করা হচ্ছে। তাছাড়া মাঈন উদ্দিন মেম্বার ৬ নম্বর কাগাপাশা ইউনিয়নের অন্তর্গত ফাইল বিল,হারুনি বিলের মাছ লুটপাট,পুরুষশূণ্য বাতাকান্দি গ্রামে লুটপাট,শালিস বিচারের নামে উৎকোচ গ্রহণ করাসহ বিস্তর অভিযোগ তুলে ধরেন ব্যবসায়ী মোঃ রিপন মিয়া। বিষয়টি নিয়ে আইনের দারস্ত হবেন বলেও জানান তিনি। ভুক্তভোগী ব্যবসায়ীর জবানবন্দির ভিডিও ফুটেজ প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে। এ বিষয়ে মাঈন উদ্দিন মেম্বারের জানান তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যাও উদেশ্য প্রণোদিত।
Leave a Reply