রবিবার, ২০ Jul ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন

মৌলভীবাজার-১ আসনে খেলাফত মজলিস প্রার্থী লুকমানের প্রচারণা শুরু

মৌলভীবাজার-১ আসনে খেলাফত মজলিস প্রার্থী লুকমানের প্রচারণা শুরু

বড়লেখা প্রতিনিধি ॥ মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস সম্প্রতি কাতার খেলাফত মজলিসের উপদেষ্টা মৌলভী লুকমান আহমদকে সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করেছে। তিনি বৃহস্পতিবার (১৭ জুলই) নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন দলীয় প্রতীক ঘড়ি মার্কার নির্বাচনী প্রচারণা। প্রার্থী ঘোষণার পর প্রথম নির্বাচনী এলাকায় আগমণ উপলক্ষ্যে বড়লেখা ও জুড়ী উপজেলা খেলাফত মজলিসের নেতাকর্মীসহ সাধারণ জনতা মৌলভী লুকমান আহমদকে নির্বাচনী আসনের দক্ষিণ সীমানায় জুড়ী উপজেলার মানিকসিংহ বাজার এলাকা থেকে কয়েকশ’ মোটর শোভাযাত্রা সহকারে বরণ করেছেন। এরপর সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী এলাকার ১০ স্থানে তিনি পথসভা করেন। এসময় পথসভাগুলোতে নেতাকর্মীর ঢল নামে।
পথসভায় খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থী লুকমান আহমদ বলেন, পরিবর্তনের আন্দোলনে দেশবাসি অতীতে যেভাবে পাশে ছিলেন, ঠিক সেভাবেই আগামীতেও জনগণকে তিনি পাশে চান। সাড়ে ১৫ বছর ফ্যাসিষ্ট শেখ হাসিনা এদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। গণতন্ত্রকে হত্যা করেছে। আলিম উলামাদের হত্যা, গুম ও ফাঁসিতে ঝুলিয়েছে। এখন সময় এসেছে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার, দেশ বিনির্মাণের। নিজ নির্বাচনী এলাকায় পদার্পন করতেই মৌলভী লুকমান আহমদকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন,খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সহ-সাধারণ সম্পাদক এমএম আতিকুর রহমান, বড়লেখা উপজেলা সভাপতি কাজী এনামুল হক, সহ-সভাপতি মাওলানা কাওসার আহমদ, পৌর সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সল আলম স্বপন, সহ সভাপতি মাওলানা মুতাহিরুল ইসলাম, মাওলানা এখলাসুর রহমান, মাওলানা মাহবুব হোসাইন শিবলী, মাওলানা সালেহ আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান হাদী, মাওলানা মনসুর আহমদ, প্রশিক্ষণ সম্পাদক এনামুল হক মেম্বার, হাবিবুর রহমান, ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি রাফি উদ্দিন মাবরুর, মৌলভীবাজার শহর সভাপতি আব্দুল্লাহ আল নোমান, বড়লেখা উপজেলা সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, জুড়ী উপজেলা সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com