নিজস্ব প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আলোচিত কিলিশ হত্যা মামলার তিন আসামিসহ মোট ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত আসামি, একজন সিআর ওয়ারেন্টভুক্ত এবং একজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পরোয়ানাভুক্ত আসামি রয়েছে। নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের খরিয়া গ্রামের কিলিশ (৪০)কে চোর সন্দেহে স্থানীয় কিছু লোক নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে নিহত কিলিশের ভাই বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে এদের গ্রেফতার করা হয়েছে। সুশীল সরকারের ছেলে সুধাম সরকার (৪০),পরমানন্দ সরকারের ছেলে মতিলাল সরকার (৪০),সুশীল সরকারের আরেক ছেলে সুবল সরকার (৩৫),তারা সবাই খরিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। একই দিনের অভিযানে আরও তিনজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে রয়েছেন,সিআর ওয়ারেন্টভুক্ত,গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে সুজাত মিয়া , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পরোয়ানাভুক্ত আসামি, উত্তর গজনাইপুর গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে, সারজান মিয়া (৫৫),৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি,রামপুর ভূমিহীন এলাকার নুরুল ইসলামের ছেলে,আব্দুল আলীম।
Leave a Reply