গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় নিষিদ্ধ আওয়ামীলীগ ও ছাত্রলীগের পরিকল্পিত হামলার প্রতিবাদে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী হবিগঞ্জ পৌর শাখা। গতকাল বাদ মাগরিব পৌর আমীর আতিকুল ইসলাম সোহাগের সভাপতিত্বে শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌধুরী বাজার খোয়াই মুখে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের জেলা সেক্রেটারী অধ্যক্ষ কাজী মহসিন আহমদ, আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি হোসাইন আহমদ, সাবেক জেলা সভাপতি হাফেজ মস্তুফা কামাল। মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা তাসলিম আলম মাহদী, পৌর সেক্রেটারী আব্দুল মজিদ মন্ডল, সদর উপজেলা সেক্রেটারী এসএম নাদির শাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সাংগঠনিক সম্পাদক মু. হাবীবুর রহমান খান, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মাওলানা তারেকুল ইসলাম, আব্দুল হাফিজ ভুইয়া, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারী লায়েক আহমদ, জামায়াত নেতা আব্দুস শহিদ, আজহারুল ইসলাম, শেকুল আহমদ, আব্দুল জলিল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাফেজ মাহমুদুল হাসান, এহসানুল হক নাঈম, শহিদুর রহমান হিরন, মোঃ নূরুল হক, মুহাম্মদ আব্দুল্লাহ প্রমূখ। মিছিলে ১৯জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের প্রচারণা চালানো হয়।-প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply