স্টাফ রিপোর্টার ॥ শহরতলীর উমেদনগর এলাকার পার্শ্ববর্তী হাওর থেকে রঙ্গিলা মিয়া (৫৫) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে। গতকাল শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রঙ্গিলা মিয়া উমেদনগর মধ্যহাটির নুরুল হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, রঙ্গিলা মিয়া গত ছয় দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা তাকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। গতকাল শনিবার দুপুরে হঠাৎ করে উমেদনগর ও সুনারু গ্রামের মাঝমাঝি হাওরে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে অবগত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে বানিয়াচং থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। অচিরেই এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে।
Leave a Reply