নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় আরেকটি হত্যা মামলা নং ১৬ নবীগঞ্জ থানায় গত শুক্রবার রাতে রুজু হয়েছে। উক্ত মামলায় ৫জন সাংবাদিকসহ ১৮৪ জনের নাম উল্লেখ করে ৩ হাজার অজ্ঞাতনামা লোককে আসামি করা হয়েছে। রিমন মিয়ার ছোট ভাই রাজন আহমদ বিধু বাদী হয়ে মামলাটি দায়ের করেন। উক্ত মামলায় দৈনিক মানবজমিনের স্টাফ রির্পোটার এম, এ বাছিত, নবীগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ছনি আহমদ চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মোঃ আলা উদ্দিন, ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক সেলিম মিয়া তালুকদার, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার স্টাফ রিপোর্টার জাবেদ ইকবাল তালুকদারসহ ৫ সাংবাদিককে আসামি করা হয়েছে। বিবদমান ঘটনায় ৩ টি মামলায় নবীগঞ্জের ১৬ জন সাংবাদিককে আসামী করায় সর্বত্র নিন্দার ঝড় উটেছে। নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামান বলেন, রিমন হত্যার অভিযোগে রাতে রাতে ১৮৪ জনের নামে নবীগঞ্জ থানায় মামলা রেকর্ড করা হয়েছে। মামলার আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য দুই সাংবাদিকের বিরুদকে কেন্দ্র করে গত ৭ জুলাই নবীগঞ্জ উপজেলার পুর্ব তিমিরপুর, পশ্চিম তিমিরপুর, চরগাঁও ও আনমনু, নোয়াপাড়া, রাজাবাদ, রাজনগর গ্রামের মধ্যে সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষে শতাধিক লোক আহত, ২জন নিহত ও ব্যাপক ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগ করা হয়। এঘটনায় একটি হত্যা মামলা, একটি পুলিশ এসল্ট মামলা অপরটি হাসপাতাল ভাংচুরের অভিযোগে নবীগঞ্জ থানায় তিনটি মামলা রের্কড করা হয়। উক্ত মামলা গুলোতে ১০, হাজার মানুষকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ঘটনাটি শালিসি পক্রিয়াতে রয়েছে। শহরের পরিবেশ স্বাভাবিক রয়েছে।
Leave a Reply