স্টাফ রিপোর্টার ॥ কাউরিয়াকান্দি হযরত শাহ্জালাল (রা:) উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফয়েজ আহমেদ ও কলেজ শিক্ষার্থী মন্দরী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন এর উপর অর্তকিত হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে কাউরিয়াকান্দি গ্রামবাসী। গতকাল ১৯ জুলাই বিকালে কাউরিয়াকান্দি হযরত শাহজালাল (রাঃ) উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। গ্রামের বিশিষ্ট মুরুব্বি আব্দুল আজিজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন- গ্রামের বিশিষ্ট মুরুব্বি বর্তমান মেম্বার আরজু মিয়া, সাবেক মেম্বার মোঃ সিরাজুল ইসলাম, তাইদুল ইসলাম, আব্দুল আলী, হারুন অর রশিদ, আব্দুল মন্নান তালুকদার, আব্দুস সালাম, জাহাঙ্গীর আলম মতিন, এসএম দোয়োর হোসেন, আব্দুর রহমান, আব্দুল হান্নান চৌধুরী, মোঃ মধু মিয়া, আব্দুল খালেক, আবুল খয়ের, আব্দুল হেকিমসহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, আমাদের গ্রামের সুনামধন্য শিক্ষক ফয়েজ আহমেদ ও শিক্ষার্থী জাকির হোসেনের উপর অর্তকির্ত হামলা আমাদের মর্মাহত করেছে। বক্তারা বলেন, কাউরিয়াকান্দি গ্রাম থেকে হবিগঞ্জ শহর যাতায়াত করার একমাত্র রাস্তা হিয়ালা গ্রামের উপর দিয়ে গেছে। রাস্তা থাকার কারণে হিয়ালা গ্রামের জনৈক কিছু দুর্বৃত্ত ব্যক্তিরা কাউরিয়াকান্দি গ্রামের মানুষ উপর এমন হামলা করে তাহলে রাস্তা দিয়ে চলাচল অনিরাপদ হয়ে যায়। এই নেক্কারজনক ঘটনা জড়িত ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ওই দুর্বৃত্তদের বিরুদ্ধে কাউরিয়াকান্দি গ্রামবাসী কঠোর অবস্থান নিতে বাধ্য হবে। উল্লেখ্য, গত ১৭ জুলাই বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ৮ টার দিকে শিক্ষক ফয়েজ আহমেদ সিএনজি যোগে কাউরিয়াকান্দি থেকে হবিগঞ্জের বাসায় আসছিলে। সিএনজিটি হিয়ালা গ্রামের পশ্চিম দিকে অবস্থিত মহসিন মিয়া নামক ব্যক্তির দোকানের নিকট পৌছুলে পূর্ব থেকে উৎপেতে থাকা হিয়ালা গ্রামের নুর মিয়া তালুকদার, তার ছেলে মোজাফফর তালুকদার, মোজাক্কির তালুকদার, আব্দুল মমিম তালুকদার, মামুন তালুকদার ও তানীম আহমেদ সহ বেশ কয়েকজন সিএনজিটির গতিরোধ করে শিক্ষক ফয়েজ আহমেদ এর উপর অর্তকির্ত হামলার করে ৯২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় উপস্থিত লোকজন এগিয়ে আসলে দৃর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত ফয়েজ আহমেদকে উদ্ধার করে। একই দৃর্বর্ত্তরা কিছুদিন পূর্ব একই কায়দায় কাউরিয়াকান্দি গ্রামের জাকির হোসেন নামে এক শিক্ষার্থীর উপর হামলা করে তার নিটক থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এই দুটি বিষয়টি হিয়ালা গ্রামের বিশিষ্ট মুরুব্বিয়ানকে অবগত করলেও কোন সূরাহ না হওয়ায় কাউরিয়াকান্দি গ্রামবাসী ফুসে উঠেছে।
Leave a Reply