জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অতি-দলবাজদের কালো তালিকাভুক্তির কাজ দ্রুতই শেষ করা হবে। তাদের নাম, ব্যাচ ও পরিচিতি নম্বরের পাশে ব্ল্যাকলিস্টেড মার্ক করে রাখা হবে। তবে কোনো সৎ, নির্ভীক ও সজ্জন কর্মকর্তা যাতে অযথা হয়রানি না হন, সেটি বিশেষভাবে নজর রাখা হবে।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতিতে গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। কিন্তু বিগত সরকারের নানা অনিয়ম সত্ত্বেও তাদের রেখে যাওয়া প্রশাসন দিয়েই সরকার পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। কিন্তু এই সরকারকে নানাভাবে বিতর্কিত ও কাজে প্রতিবন্ধকতার দেয়াল তুলে পেছন থেকে কলকাটি নাড়ছে একটি চক্র। ফলে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা থেকে কর্মচারী পর্যন্ত নানা দাবি নিয়ে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়কে অচল ও অবরুদ্ধ রাখার পাঁয়তারা চালিয়ে আসছে। সর্বশেষ গত রবিবার রাতে আনসার সদস্যদের দাবি মেনে কমিটি গঠন করে দেওয়ার পরও তারা নানাভাবে সচিবালয় অবরুদ্ধ করে রাখে। এমনকি ছাত্র-জনতাকে পিটিয়ে আহত করে। এই অপ্রীতিকর ঘটনার পর বর্তমান খণ্ডকালীন সরকারের টনক নড়েছে।
সরকারের ঘনিষ্ঠ ও আস্থাভাজন হওয়ায় তৎকালীন আওয়ামী লীগ সরকার মো. মাহবুব হোসেনকে মন্ত্রিপরিষদ সচিব করেন। পরে নিয়মিত চাকরি থেকে অবসরে না পাঠিয়ে তাকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে গুরুত্বপূর্ণ অনেক পদে থাকা কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলেও বহাল তবিয়তে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি টানা ১৫ বছর পদোন্নতি বঞ্চিতদের প্রাপ্যতা অনুযায়ী পদোন্নতিদানে নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করছেন বলেও গুরুতর অভিযোগ তোলা হয়েছে বঞ্চিত কর্মকর্তাদের পক্ষ থেকে।
Leave a Reply