রবিবার, ১৩ Jul ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন

নবীগঞ্জে ফারুক নিহতের ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে ফারুক নিহতের ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে কয়েকটি গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক ফারুক মিয়া (৪০) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সাংবাদিকসহ প্রায় ১৩৫ জনের নাম এজাহারে দিয়ে অজ্ঞাত ২-৩ হাজার আসামি উল্লেখ করে নিহতের স্ত্রী সালমা খাতুন গত শুক্রবার সকালে বাদী হয়ে মামলা করেন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হল, সাংবাদিক আশাহিদ আলী আশা, অলিউর রহমান অলি, মোঃ আলমগীর মিয়া, বাদল আহমেদ, এটিএম সালাম, নাবেদ মিয়া, সফিকুল ইসলাম নাহিদ, আনোয়ার হোসেন মিঠু, আলাল মিয়া। এছাড়াও রয়েছেন জহিরুল ইসলাম সোহেল, রাজ্জাক, মাহবুব আলম সুমন, সফিক মিয়া, নুরুল আমিন, সরোয়ার আহমেদ, উজ্জল মিয়া, সাকিব মিয়াসহ প্রায় ১৩৫ জন। মামলার বিবরনে জানা যায়, গত ৭ জুলাই দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কয়েকটি গ্রামের সংঘর্ষের ঘটনায় ফারুক মিয়া নিহত হন এবং আহত হন শতাধিক লোকজন। এ বিষয়ে ফারুকে স্ত্রী বাদি হয়ে মামলা করেন। ওসি শেখ কামরুজ্জামান জানান, মামলা হয়েছে। আসামি ধরতে অভিযান অব্যাহত আছে। অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় এক বছর আগে ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আশাহীদ আলী আশা নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমির পুর গ্রামের খসরু মিয়াকে সৌদি আরব পাঠানোর কথা বলে এক লাখ টাকা নেন। কিন্তু সময় মতো বিদেশ পাঠাতে না পারায় খসরু মিয়া তার পাওনা টাকা ফেরত চেয়ে ফারুক মিয়াকে নিয়ে একাধিকবার তাগিদ দেন। টাকা না দিয়ে বরং আশাহীদ আলী আশা তাদের গালাগাল ও হুমকি দেন। গত ৩ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে নবীগঞ্জ শহরের লতিফ মার্কেটের সামনে পাওনা টাকা চাওয়া নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ৭ জুলাই (সোমবার) দুপুরে সংঘর্ষে জড়ায় উভয়পক্ষ। এতে অ্যাম্বুলেন্স চালক ফারুক মিয়া নিহত হন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com