মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন

মধ্যরাতে সেনাবাহিনীর অভিযানে সরকারি চাল উদ্ধার, আ ট ক ৪

মধ্যরাতে সেনাবাহিনীর অভিযানে সরকারি চাল উদ্ধার, আ ট ক ৪

নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলায় এক ব্যবসায়ীর গুদাম থেকে সরকারি ৭২ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় গ্রেফতার করা হয়েছে চারজনকে। গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ১২টার দিকে নতুন বাজারের পাঠানটুলা পয়েন্টে সঞ্জব আলী গোডাউনে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় সঞ্জব আলীসহ চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন উপজেলা সদরে যাত্রাপাশা মহল্লার ধান-চাল ব্যবসায়ী সঞ্জব আলী, তার ছেলে নূর আলম এবং ইজিবাইকচালক আফজাল মিয়া ও মোশাহিদ মিয়া। ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ৩০ কেজি করে ৭২ বস্তায় ২ হাজার ১৬০ কেজি চাল ওই ব্যবসায়ী উপকারভোগীদের কাছ থেকে নামমাত্র মূল্যে ক্রয় করে নেন বলে জানা গেছে। এরপর রাতে সেনাবাহিনীর বানিয়াচং ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার খলিলুর রহমানের নেতৃত্বে গোডাউনে অভিযান চালানো হয়। বানিয়াচং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসি জানান, এ ঘটনায় মামলা দায়ের করে ধান-চাল ব্যবসায়ী সঞ্জবকে থানায় সোপর্দ করা হবে। দুস্থ নারীদের চাল হাতিয়ে নেয়ায় আরও কোনো ব্যক্তি জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। অভিযানের সময় উপস্থিত বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান মামুন জানান, বৃহস্পতিবার দিনে ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ৩১৪ জন নারীকে বিনামূল্যে এক বস্তা করে ভিডব্লিউবি’র চাল দেয়া হয়। তখন ব্যবসায়ী সঞ্জব আলী কয়েকজন ইজিবাইক চালকের মাধ্যমে নামমাত্র মূল্যে ৭২ বস্তা চাল ক্রয় করে গোদামে জমা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com