মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে নিখোঁজ হওয়ার পরদিন পুকুরে ভেসে উঠলো সাইফুল ইসলাম (১০) নামের এক শিশুর মরদেহ। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানিয়েছে, মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের কুলাইচাচর গ্রামের মোঃ সোয়াব মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম ৩ নভেম্বর দেওগাওস্থ ভাড়া বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও সাইফুলের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে।
গতকাল সোমবার (৪ নভেম্বর) সকালে দেওগাও সাহেব বাড়ির পুকুরে সাইফুলের লাশ ভেসে থাকার কথা লোকমুখে জানতে পারেন সোয়াব মিয়া। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশের একটি টিম দেওগাও গিয়ে সাইফুলের মরদেহের সুরতহাল তৈরী করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন ওসি আব্দুল্লাহ আল মামুন।
Leave a Reply