স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালায়ে দুঃসাহসিক ডাকাতি ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে শহরের সিনেমা হল এলাকায় বিপিডিবি কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর থানা পুলিশ। জানা যায়, নির্বাহী প্রকৌশলীর কার্যালায়ে একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রধান কলাপসেবল গেইটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে নৈশ প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে নির্বাহী প্রকৌশলীর কক্ষসহ অফিসের বিভিন্ন কক্ষের তালা ভেঙে ফাইলপত্র তছনছ করে। এক পর্যায়ে ডাকাত দল সিসিটিভি ফুটেজের হার্ড ডিস্কসহ গুরুত্বপূর্ণ কিছু মালামাল নিয়ে যায়। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে নৈশপ্রহরী কাজী আব্দুল মুমিন জানান, মুখোশ পরিহিত ৩ জন ডাকাত ছিল। তাদের হাতে ছিল দেশীয় অস্ত্রসস্ত্র। তারা তার কাছে বার বার জানতে চায় টাকা কোথায় রাখা হয়েছে। পরে তারা অফিসের কিছু মালামাল নিয়ে চলে যায়। হবিগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী মনজুর মোর্শেদ জানান, অফিসে কোন টাকা না থাকায় ডাকাতদল নিতে পারেনি। তবে তারা সিসিটিভি ফুটেজের হার্ড ডিস্কসহ গুরুত্বপূর্ণ কিছু মালামাল নিয়ে গেছে। এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। এ ব্যাপারে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply