স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার রাজনগর এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার দুপুরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল মিয়া রাজনগর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কালিকাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে শিপন মিয়া (৩৩) ও মোহনপুর গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে রিপন মিয়া (২২) কে আটক তাদের কাছে রক্ষিত ব্যাগ তল্লাশি করে ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেন। থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন জানান এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply