বাস্তবায়ন করে। এ জন্য জেলার বিভিন্ন উপজেলার ৩৩টি বিদ্যালয়ে এবং জেলা শিক্ষা অফিসে ১টিসহ মোট ৩৪টি অন লাইন ক্লাস রেকর্ডিং স্টুডিও স্থাপন করে উক্ত স্টুডিও ব্যবহার করে ক্লাস রেকর্ড এবং সংসদ টেলিভিশনসহ হবিগঞ্জ জেলার সকল স্থানীয় কেবল টিভিতে সম্প্রাচার এর ব্যবস্থা করেন মোহাম্মদ রুহুল্লাহ। যা অন্য কোন জেলা বাস্তবায়ন করতে পারেনি।
অন লাইন ক্লাস সফল বাস্তবায়ন এবং ওঈঞ তে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য ১০২জন আইসিটি জেলা এম্বাসেডর তৈরি করেন। এর মাধ্যমে টিম করে এম্বেসেডরগণ জেলার বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের হাতে কলমে শিক্ষা এবং ওহ ঐড়ঁংব ঞৎধরহরহম এর মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেন মোহাম্মদ রুহুল্লাহ।
Leave a Reply