স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ভোজ্যতেল ক্রয় বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় শহরের স্থানীয় একটি হোটেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আক্তার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কনসালটেন্ট মুশতাক হাসান মুহাম্মদ ইফতিখার। এ সময় প্রধান অতিথি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আক্তার খান বলেন, একদিকে যেমন ক্যামিকেলের ড্রামে ভোজ্য তেল ব্যবহার করার ফলে ভোক্তা অধিকার ক্ষুন্ন করা হচ্ছে। অপরদিকে এসকল ড্রামের কারণে তেলের সাথে ক্যামিকেলের মিশ্রণ হয়ে মানবদেহের মারাত্মক ঝুঁকি বাড়ায়। তাই এক্ষেত্রে সকলকে সচেতন থাকতে হবে। পরে তিনি চৌধুরী বাজার এলাকায় বাজার মনিটরিং করা হয়। এ সময় অতিরিক্ত দামে আলু বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
Leave a Reply