চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় ছাত্র জনতার ওপর হামলা মামলায় মুক্তিযোদ্ধা আব্দুস সামাদকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। আব্দুস সামাদ উপজেলার সাবেক কমান্ডার ও পৌর শহরের হাতুন্ডা বিলপাড় এলাকার মৃত আব্দুল বারিকের পুত্র।
এছাড়াও একই মামলায় আসাদুল ইসলাম মোহন নামে আরেক সেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ফুলপুর গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার (১৩ নভেম্বর) থানার একদল পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম।
Leave a Reply