স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুঘর সুপার ব্রিকস ফিল্ডে জোরপূর্বক প্রাণ কোম্পানির এক শ্রমিক কে ধর্ষণের চেষ্টায় ফয়সাল (২৫) নামে এক লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় যুবতীর মা বনগাঁও গ্রামের জবান আলীর স্ত্রী মিনারা খাতুন বাদী হয়ে সদর মডেল থানা মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানা যায়, তার কন্যা অলিপুর প্রাণ কোম্পানিতে শ্রমিকের কাজ করে। আসা যাওয়ার সময় সুপার ব্রিকস ফিল্ডের শ্রমিক ফয়সাল প্রেম নিবেদন করতো। এমনকি তাকে বিয়ের প্রস্তাব দেয় ফয়সাল। এতে যুবতী প্রত্যাখ্যান করলে ফয়সাল ক্ষিপ্ত হয়ে উঠে। গত মঙলবার রাত ৯ টার সময় বাড়ি ফেরার পথে সুপার ব্রিকস ফিল্ডের নিকট পৌঁছামাত্র পূর্ব থেকে উতপেতে থাকা ফয়সাল তাকে অস্ত্রের মুখে তার মুখ বেধে ব্রিকস ফিল্ডে ফয়সাল এর ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে তার মুখের বাধন খুলে চিৎকার করলে লোকজন এগিয়ে এলে ফয়সাল পালিয়ে যায়। রাতেই ভিক্টিম সদর থানায় এলে পুলিশ তাকে হাসপাতালে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে। রাতেই অভিযান চালিয়ে ফয়সাল কে গ্রেফতার করে। তবে ফয়সাল জানায়, ভিক্টিমের সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো। সে ইচ্ছাকৃত ঘরে যায় তার। এখন বিয়ে না করায় ফাসানোর চেষ্টা করছে। সদর থানার ওসি আলমগীর কবির জানান, মামলা দায়ের হয়েছে। পুলিশ আসামি গ্রেফতার করে গতকাল বুধবার বিকেলে আদালতে প্রেরণ করেছে। ফয়সাল শ্রীমঙ্গল উপজেলার বেলতলি গ্রামের আব্দুল মতিনের পুত্র এবং সুপার ব্রিকস ফিল্ডের শ্রমিক।
Leave a Reply