মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক ও পরোয়ানাভুক্ত ২ আসামীকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার (১৬ নভেম্বর) রাত ৩টার সময় মাধবপুর ও বেজুড়াতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, একটি জিআর মামলায় (২৭৮/১৬) আদালত কর্তৃক ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ২ হাজজর টাকা অর্থদণ্ডপ্রাপ্ত মাধবপুর উপজেলার পশ্চিম মাধবপুর এলাকার হোসেন আলী শিকদারের ছেলে সোহেল মিয়া দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেলকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। পৃথক অভিযানে জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রাম থেকে বাচ্চু মিয়ার ছেলে সুজন মিয়াকে (৩৮) কে আটক করে পুলিশ।সুজন একটি জিআর মামলায় (২১৫/২৪) মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।
আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল্লাহ আল মামুন।
Leave a Reply