স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা ১৫ হাজার ৬০০ কেজি চিনি সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (১৭ নভেম্বর) ভোরে উপজেলার দুর্গাপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি চিনি বোঝাই ট্রাক ও একটি মাইক্রোবাস জব্দ করা হয় গ্রেফতারকৃতরা হলেন- বাহুবল উপজেলার রূপশংকর গ্রামের সিরাজ আলীর ছেলে রহমত আলী (৩৮), একই উপজেলার চরগাঁওয়ের মৃত খোরশেদ আলীর ছেলে মোহাম্মদ আলী (২৬) ও কচুয়ারিদ গ্রামের আব্দুল মতিনের ছেলে আশিক মিয়া (২২)। পুলিশ জানায়, সীমান্ত দিয়ে ৩১৭ বস্তায় ১৫ হাজার ৬০০ কেজি ভারতীয় চুরি অবৈধভাবে চুনারুঘাটে নিয়ে আসে চোরাকারবারিরা। রাতে এগুলো ট্রাকে ভর্তি করে ওপরে বালু দিয়ে ঢেকে শায়েস্তাগঞ্জের দিকে নেয়া হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার ভোরে থানার উপপরিদর্শক (এএসআই) ওয়াসিমুল ইসলামসহ পুলিশ সদস্যরা দুর্গাপুর বাজারে ট্রাকটি আটক করেন। এ সময় লিটন মিয়া (৪০) ও আকবর মিয়া (৪২) নামে দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও রহমত, মোহম্মদ আলী ও আশিককে আটক করা হয়।
Leave a Reply