স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে পিকআপ ভ্যান ভর্তি চোরাই ফার্নিচারসহ আব্দুল করিম (৩৮) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে। এসময় জব্দ করা হয়েছে প্রায় পৌনে দুই লাখ টাকা মূল্যের ফার্নিচার। আটককৃত আব্দুল করিম চুনারুঘাট উপজেলার হাতুন্ডা গ্রামের আব্দুল মতিনের পুত্র। গতকাল রবিবার বিকেলে চুনারুঘাট থানার (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন- পুলিশ গোপন সূত্রে খবর পায় যে শনিবার দিবাগত মধ্যরাতে হবিগঞ্জ -চুনারুঘাট সড়কের দূর্গাপুর বাজার এলাকা দিয়ে একটি পিকআপ ভ্যানে করে চোরাই ফার্নিচার পাচার করা হচ্ছে। এ সময় অভিযান চালিয়ে পিকআপ ভ্যানটি আটক করা হয়। পরে পিকআপ থেকে সেগুণ কাঠের ৩ সিটের ২টি সোফা, সেগুন কাঠের ১ সিটের ৪টি সোফা, আকাশি কাঠের তৈরী একটি ওয়ারড্রপ ও আরো কিছু সেগুণ কাঠসহ মোট পৌনে দুই লাখ টাকার ফার্নিচার জব্দ করা হয়। ওসি আরও বলেন- আটককৃত পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply