নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দাওয়াতে তাবলীগ জামায়াতের আমীর শহরের বিশিষ্ট ব্যবসায়ী সাদিকুর রহমান সাদিক (৪৫) বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের দৌলতপুর এলাকায় মটর সাইকেল দুর্ঘটনায় আহত হন। স্থানীয় লোকজন সাথে সাথে জেলা সদর হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গতকাল শুক্রবার দুপুর ২টায় নবীগঞ্জ শহরতলীর চরগাও শাহী ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে জেলা আমীর, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়রবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ সামাজিক, রাজনৈতিক এবং নানা শ্রেণী পেশার লোকজন অংশ নেন।
Leave a Reply