স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ হোসাইন আহমদ শাকিল (২৩) নামে এক যুবক গেফতার হয়েছেন। তিনি জেলার চুনারুঘাট উপজেলার নয়ানী গ্রামের বাসিন্দা। গতকাল শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযানে উপজেলার ফরিদপুরের ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দি রাস্তার মুখ থেকে ওই পরিমাণ গাঁজাসহ শাকিল গ্রেপ্তার হয়। এ ব্যাপারে থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
Leave a Reply