বুধবার, ২১ মে ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে ভারতীয় গরু অনুপ্রবেশ নিয়ে শঙ্কায় খামারিরা মাধবপুরে দুনীর্তি প্রতিরোধ কমিটির বির্তক প্রতিযোগিতা বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই মাধবপুরে ভাবি ভাতিজিসহ তিনজনকে হত্যার দায়ে তাহেরের মৃত্যুদন্ড বাংলাদেশেও বন্যা ঘটতে পারে বিশেষজ্ঞদের শঙ্কা উজানে বন্যার প্রতিধ্বনি হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজনে দুদকের গণশুনানি শায়েস্তাগঞ্জে ১১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি গিলাফ চড়ানোর মাধ্যমে হযরত শাহজালাল (রহঃ)-এর ওরস শুরু ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামি স্বামী-স্ত্রী হবিগঞ্জে গ্রেপ্তার নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা দু’জনের কারাদণ্ড
আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের কোটি টাকা মূল্যের খাস ভূমি উদ্ধার

আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের কোটি টাকা মূল্যের খাস ভূমি উদ্ধার

স্টাফ রির্পোটার ॥ আজমিরীগঞ্জে উপজেলা পরিষদের (সাবেক থানা পরিষদ) কয়েক কোটি টাকা মূল্যের প্রায় ১ একরেরও বেশী পরিমাণ সরকারি ভূমি অবৈধ দখলদারের কবল থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিক ও  সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম উপজেলা পরিষদের সামনে অভিযান পরিচালনা করে এই সরকারি ভূমি উদ্ধার করেন। এ সময় উক্ত ভূমিতে থাকা বিভিন্ন ব্যক্তির নামে স্থাপিত মালিকানা সাইনবোর্ড অপসারণ করা হয়। স্থানীয় সূত্রে জানাযায়, একটি চক্র ভূয়া দলিল সৃষ্টির মাধ্যমে একাধিক দলিল তৈরী করে চক্রটি উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাই গ্রামের রুস্তম আলীর পুত্র মোঃ লিয়াকত আলীর নিকট ৩ শতক, একই গ্রামের মোহাম্মদ হান্নান মিয়া নিকট ৪ শতক, আকবর ফাউন্ডেশনের নিকট ৩ শতক, কলিম উল্লার পুত্র মোঃ উসমান মিয়ার নিকট ৩ শতক, সৌলরী মাস্টার বাড়ির হাবিবুর রহমানের পুত্র মহিবুর রহমানের নিকট ১৩ শতক ও জলসুখা ইউনিয়নের রবীন্দ্র দেবনাথের পুত্র রথীশ দেবনাথের নিকট ১৩ শতক ভূমি বিক্রি করে। তারা ক্রয় করে নিজেদের নামে সাইনবোর্ড টাঙিয়ে দেয় সরকারি ভূমিতে। সাইনবোর্ড গুলো উপজেলা প্রশাসনের নজরে আসলে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম বলেন, উপজেলার শানবাড়ী মৌজায় ১/১ খতিয়ানের ৩৩৯ দাগে উপজেলা পরিষদের প্রায় এক একরের বেশী পরিমাণ সরকারি জায়গায় বিভিন্ন সময়ে কয়েকজন ব্যক্তি তাদের নামে মালিকানা সাইনবোর্ড বোর্ড স্থাপন করেন। এরই প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুপুরে আমরা সবকটি সাইনবোর্ড অপসারণ করে জায়গাটি দখলমুক্ত করি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক বলেন, উদ্ধারকৃত ভূমি উপজেলা পরিষদের। সেখানে আমরা আপাতত খুঁটি দিয়ে উপজেলা পরিষদের জায়গা লিখা সাইনবোর্ড স্থাপিত করবো এবং পরবর্তীতে সেখানে সীমানা প্রাচীর  নির্মাণের অনুমতির জন্য উর্ধতন কতৃপক্ষের নিকট লিখিত আবেদন করব। সরকারি ভূমি উদ্ধারে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com