নিজস্ব সংবাদদাতা ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভায় দেড় কোটি টাকা ব্যয়ে দুইটি কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) এ নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোস্তফা কামাল, সহকারি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর ফাহিন হোসেন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, পৌরসভার প্রধান সহকারি মোঃ আতাউর রহমান, কার্য সহকারি মো. নূরুল ইসলাম, সাংবাদিক শাহ মোস্তফা কামালসহ পৌরসভার কর্মচারীবৃন্দ। পৌরসভা সূত্রে জানা গেছে, একটি সড়ক উপজেলা পরিষদের গেইট হতে শুরু করে ভুমি অফিসের পুকুর ঘেষে সড়ক হয়ে সালামি রোড দিয়ে সুদিয়াখলা প্রাইমারী স্কুল পর্যন্ত ২ কিলোমিটার। এই সড়ক নির্মাণ কাজ শেষ করতে ১৮০ দিন সময় দেওয়া হয়েছে। অন্যটি সড়কটি নতুন থানা ভবনের ফটক থেকে কুতুবেরচক গ্রাম পর্যন্ত ২৫৪ মিটার। এই সড়কটি কাজ শেষ করতে ১২০ দিন সময় দেওয়া হয়েছে। সহকারি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম বলেন, আশা রাখি নির্ধারিত সময়ে মধ্যে রাস্তা দুটির কাজ শেষ হবে।
Leave a Reply