রবিবার, ১৮ মে ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন

সৃজনশীলতার বিকাশ ও সুস্থ জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য

সৃজনশীলতার বিকাশ ও সুস্থ জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য

স্টাফ রিপোর্টার ॥ মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ও সুস্থ জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য। শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি খেলাধুলা মানুষে মানুষে ব্যবধান কমিয়ে পারস্পরিক সম্পর্কন্নোয়ন ও জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে। শতবর্ষপূর্তি ও শিক্ষক-শিক্ষার্থী পূনর্মিলনী উপলক্ষ্যে খেলাধুলার আয়োজন পারস্পরিক সম্পর্কন্নোয়ন, ভ্রাতৃত্ব ও সহমর্মিতা প্রতিষ্ঠায় অনন্য উদ্যোগ। এটি শতবর্ষপূর্তি ও শিক্ষক-শিক্ষার্থী পূনর্মিলনীতে ভিন্ন মাত্রা যোগ করেছে। ৩০ নভেম্বর সন্ধ্যায় হবিগঞ্জ শহরের যোগেন্দ্র কিশোর ও হরেন্দ্র কিশোর (জে কে এন্ড এইচ কে) হাইস্কুল এন্ড কলেজের শতবর্ষপূর্তি ও শিক্ষক-শিক্ষার্থী পুনর্মিলনী উপল্েয ‘হানড্রেড ইয়ারস এনিভার্সারি এন্ড রিউনিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথাগুলো বলেন। জে কে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আবুল হাসান এর সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী শেখ ওসমান গণি রুমীর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ক্রীড়া শিক্ষক মোঃ নূরুল ইসলাম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও প্রাক্তন ছাত্র মোঃ নূরুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, প্রাক্তন ছাত্র অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, শিক্ষক শেখ কামাল উদ্দিন ও মোতাব্বির হোসেন, শতবর্ষপূর্তি ও শিক্ষক-শিক্ষার্থী পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্য সচিব শফিকুর রহমান সিতু, মনসুর আলী, কুতুবউদ্দিন, আফজল হোসেন, ওয়াসিম উদ্দীন, গোলাম মাহবুব, কেবি রায়হান, যাইদুর রহমান সৌরভ, মোজাম্মেল হোসেন জুমন, নাজমুল হোসেন তুহিন, হামিদুর রহমান তানিম, মোফাজ্জল হোসেন ইমন, কাজি ইকবাল, আরিফুল রিফাত, শাফায়েত আহমেদ, আরাফাত মাহমুদ রাহি, জিসান আহমেদ, আরিফ শাহরিয়ার উদয়, সাগর আহমেদ, রায়হান শাহ ও মোঃ সামি প্রমূখ।
উল্লেখ্য, এ ক্রিকেট টুর্নামেন্টে প্রাক্তন শিক্ষার্থীদের ১৮টি ব্যাচের ১৮ টিম অংশগ্রহন করছে। প্রতিদিন রাত সাড়ে ৭ টায় ফ্লাড লাইটের আলোতে শুরু হয় ম্যাচগুলো। বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত খেলায় স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ছাড়াও শহরের হাজারো দর্শক খেলা উপভোগ করছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com