স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কে অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক বাসের যাত্রী। গতকাল বুধবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের ফুলতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাসযাত্রী সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা বরিশালগামী মামুন এন্টারপ্রাইজের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫-৮৮৫১) ঢাকা সিলেট মহাসড়কের ফুলতলী বাজারে আসার আধা কিলোমিটার আগে চলন্ত বাসে ঢিল মারে। এতে বাসের বাম পাশের জানালার গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়। এঘটনায় দুজন যাত্রী সামান্য আহত হয়েছেন।
পরে বাসটি ফুলতলী বাজারে এসে থামে। এসময় আশপাশের উৎসুক জনতা এসে জড়ো হয়। বাসের সুপারভাইজার সিদ্দিকুর রহমান জানান, রাতের বেলা গাড়ি নিয়ে বের হতে আমাদের ভয় লাগে। শেরপুরের পর থেকে বিশ্বরোড পর্যন্ত প্রায়ই এমন দুর্ঘটনার শিকার হয় যাত্রীবাহী বাস। এতে অনেক যাত্রী আহত হন।
আহত মঞ্জুর হোসেন ভূইয়া জানান, চলন্ত অবস্থায় কিছু বুঝে উঠার আগেই হঠাৎ বিকট শব্দে গ্লাস ভেঙে টুকরো এসে মাথার উপর পড়ে। ভয়ে আমরা চিৎকার করতে থাকি।
এ বিষয়ে তাৎক্ষণিক শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবগত করলে তিনি জানান, সম্প্রতি এধরণের ঘটনার খবর পাওয়া যাচ্ছে, কিন্তু ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায় না।
Leave a Reply