স্টাফ রিপোর্টার ॥ অভিজ্ঞ ক্রিকেটার ছাড়াই ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিতেছে বাংলাদেশ। এই জয়ের পেছনে অন্যতম কারিগর জাকের আলী অনিক। দ্বিতীয় ইনিংসে তার খেলা ১০৬ বলে ৯১ রান-ই মূলত বাংলাদেশকে চালকের আসনে বসিয়ে দেয়। বাংলাদেশের দারুণ জয়ের পর প্রয়াত বাবাকে নিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন জাকের আলী।
হবিগঞ্জে জন্ম নেওয়া জাকের ছোট থেকেই ক্রিকেটপাগল। ২০১০ সালে ভয় ভয় কণ্ঠে বড় ভাই অপুকে ক্রিকেটার হওয়ার স্বপ্নের কথা জানান তিনি। বড় ভাই নিজে ক্রিকেটার হওয়ায় ছোট ভাইয়ের আবদার ফেলে দেননি। বাবাও খুব একটা বাঁধা দেননি। বাবার স্বপ্ন ছিল ছেলে জাতীয় দলে খেলবে। কিন্তু সেই জাকের এখন জাতীয় দলে খেললেও বাবা আর বেঁচে নেই। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টেস্ট জয়ের পর প্রয়াত বাবাকেই স্মরণ করলেন জাকের।
ওয়েস্ট ইন্ডিজের মাঠে বাংলাদেশ সর্বশেষ যখন টেস্ট ম্যাচ জেতে জাকের আলীর বয়স ১১ বছর। রাত জেগে সেবার তিনি দেখেছিলেন বাংলাদেশের ঐতিহাসিক জয়। ১৫ বছর পর এবার তিনি নিজেই বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রেখেছেন। ছয়ে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে জাকের ১০৬ বলে ৫ ছক্কায় করেছেন ৯১ রান। তার ব্যাটেই ওয়েস্ট ইন্ডিজকে ২৮৭ রানের বিশাল লক্ষ্য দিয়ে ১০১ রানে জিততে পারে বাংলাদেশ।
অর্জনের দিনে জাকের মনে করলেন, ২০০৯ সালের স্মৃতি। সেবার সাকিব আল হাসানের নেতৃত্বেই প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ। টেস্ট সিরিজ জিতেছিলো ২-০ ব্যবধানে। তরুণ ব্যাটার জাকের নিজের প্রয়াত বাবাকে এই টেস্ট জয় উৎসর্গ করে ফেসবুকে আবেগময় পোস্ট লিখেছেন, ‘তখন আমার বয়স ১১। ২০০৯ সালের সেই সিরিজের একটা ম্যাচও মিস করি নাই,সারারাত জেগে বাংলাদেশের খেলা দেখতাম। আব্বা ভোর রাতে উঠে দেখে খেলা দেখছি। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলো,কিন্তু কোনও বকা দিলো না। ১৫ বছর পর একই সিরিজে আমি বাংলাদেশের হয়ে খেলছি। আব্বা বেঁচে থাকলে হয়তো রাত জেগে খেলা দেখতো। যাই হোক, এটা আব্বা তোমার জন্য।’
Leave a Reply