স্টাফ রিপোর্টার,মাধবপুর থেকে ॥
মাধবপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তার জাহিদ বিন কাশেম’র সঙ্গে প্রেসক্লাবের নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে উঠে মাদক, অবৈধ বালু উত্তোলন, মাধবপুর বাজারে ফুটপাত দখল করে কৃত্রিম যানজট সৃষ্টি করাসহ নানাবিধ সমস্যার জবাবে উপজেলা নিবার্হী কর্মকর্তা বলেন আইনের ভেতরে থেকে মাধবপুরে উন্নয়নে সব্বোর্চ করার চেষ্টা করব। অন্তবর্তীকালিন সরকারের যে লক্ষ্য মানব কল্যাণে কাজ করা তা শতভাগ করার চেষ্টা করব। এক্ষেত্রে সাংবাদিকসহ সব মহলের সহযোগিতা দরকার। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহম্মদ, সাধারন সম্পাদক সাব্বির হাসান, সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, রোকনউদ্দিন লস্কর, শংকর পাল সুমন, সহ-সভাপতি আবুল খায়ের, বিল্লাল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক আলমগীর কবির, কার্য নিবার্হী কমিটির সদস্য জামাল মোঃ আবু নাসের, রাজিব দেব রায় রাজু, কেএম সামসুল হক, হিরেশ ভট্টাচার্য হিরো, সানাউল হক চৌধুরী শামীম প্রমুখ।
মাধবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আহবায়ক গ্রেফতার
স্টাফ রিপোর্টার,মাধবপুর থেকে ॥
মাধবপুর উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আহবায়ক কয়েকটি মামলার এজাহার নামীয় আসামী আতাউস সামাদ বাবু (২৯) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৭টার দিকে কাশিমনগর থানার এসআই সোহেল রানা চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেন। সে উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুর রউফের ছেলে।
পুলিশ জানায়, ৪ ও ৫ আগস্ট মাধবপুর উপজেলার কয়েকটি স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আতাউস সামাদ বাবুর নেতৃত্বে ছাত্র-জনতার উপর হামলা, মারধোর, কয়েক কোটি টাকার সরকারি সম্পত্তি আগুন দিয়ে জ¦ালিয়ে দেয়ার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামী। তাছাড়া আরও কয়েকটি মামলার এজাহারে তার নাম রয়েছে। আজ শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
Leave a Reply