স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়িসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি। বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে সাহেব বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ইমদাদুল বারী খান।
তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির টহল দল মহাসড়কের সাহেব বাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান থামাতে সিগন্যাল দিলে চালক গাড়ি রেখে পালিয়ে যান। পরে ভ্যান তল্লাশি করে ১০৪৭ পিস শাড়ি, থান কাপড় ৮২৬৭ মিটার, সোফার কাভারের কাপড় ৮৬০ মিটার, পন্ডস ব্রাইট বিউটি ক্রিম ১৩০৪ পিস, ভেটনোভেট সি ক্রিম ৪৮০০ পিস, স্কিন সাইন ক্রিম ৩২৪০০ পিস, ক্লোপ-জি ক্রিম ২৭২৮০ পিস, ওয়াইল্ড স্টোন বডি পারফিউম ৪১২ পিস, জনসন বেবি লোশন ৩৬০ পিস, কিটকেট চকলেট ২১৮৮০ পিস। জব্দকৃত এসব মালামালের মূল্য প্রায় ৩ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ১০০ টাকা। আটক মালামাল জেলা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply