মাধবপুর প্রতিনিধি ্॥ মাধবপুরের দক্ষিণাঞ্চলের ত্রাস, একাধিক অস্ত্র, চুরি ও ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামী পলাতক রজব আলী ডাকাতকে (৫৬) গতরাতে গ্রেফতার করেছে মাধবপুর পুলিশ। গত রাতে উপজেলার চৌমুহনী বাজার এলাকা থেকে রজব আলীকে গ্রেফতার করা হয়। রজব আলী চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত মন্নর আলীর ছেলে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা অভিযান চালিয়ে রজব আলীকে আটক করেন। রজব আলীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা, সরাইল ও মাধবপুর থানায় ১টি খুনের মামলাসহ ৩টি ডাকাতির, ২টি চুরির, অস্ত্র আইনে ২টি ও অন্য আরো ৫টি মামলা থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মামুন।
Leave a Reply