স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদের করাত কল থেকে চোরাই গাছ উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল শনিবার সকাল ৯টায় উপজেলার কলিমনগর এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সামাদের মালিকানাধীন করাতকল থেকে তিন টুকরা চোরাই গাছ উদ্ধার করেন বন বিভাগের শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা রামকৃষ্ণ ঘোষ। জানা যায়, দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জ উপজেলার খোয়াই নদীর বাধে লাগানো স্ট্রিপ বনায়নের গাছ চুরি করে বিক্রি করছে একটি চক্র। চোরাই এসব গাছ ছিড়ানো হয় শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদের করাতকলে। এতে করে স্ট্রিপ বাগানের উপকারভোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্থানীয়রা জানান, শনিবার ভোররাতে কলিমনগর এলাকার মওলা মিয়ার ছেলে সালাম মিয়াসহ কয়েকজন একটি গাছ কেটে সামাদ মিয়ার করাতকলে নিয়ে আসেন। এ সময় বন বিভাগের লোকজনের উপস্থিতি টের পেয়ে তিনি গাছ রেখে পালিয়ে যান। পরে গাছ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ রেঞ্জে নিয়ে আসেন রেঞ্জ কর্মকর্তা। বন বিভাগের শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা রামকৃষ্ণ ঘোষ এর সত্যতা নিশ্চিত করে জানান, ৩ টুকরো গাছ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply