বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নবীগঞ্জে লটারির মাধ্যমে ১৩ ইউনিয়নে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ লাখাইয়ে পুলিশ দেখে ভয়ে পালাতে গিয়ে যুবলীগ নেতার মৃত্যু হবিগঞ্জে ২২ বছর পর হত্যা চেষ্টা মামলার রায়ে ৮ জনই খালাস ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে হবিগঞ্জের ৩ যুবক আটক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে গাঁজাসহ কারবারি গ্রেফতার মৌলভীবাজার সদর হাসপাতালে দুদকের হবিগঞ্জ উপ-পরিচালকসহ ৩ সদস্যের অভিযান লাখাইয়ে পার্টানার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হবিগঞ্জে ভারতীয় গরু অনুপ্রবেশ নিয়ে শঙ্কায় খামারিরা মাধবপুরে দুনীর্তি প্রতিরোধ কমিটির বির্তক প্রতিযোগিতা বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই
বানিয়াচংয়ে রাখালের লাঠির আঘাতে প্রাণ গেলো শিশুর

বানিয়াচংয়ে রাখালের লাঠির আঘাতে প্রাণ গেলো শিশুর

নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে গরু রাখালের লাঠির আঘাতে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের ২নং ওয়ার্ডের গুঙ্গিয়াজুড়ি জালালপুর হাওরে দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে। নিহত শিশু তরিকুল হাওরের কৃষি জমি থেকে টমেটো উত্তোলন করার জন্য শ্রমিকের কাজ করতে গিয়েছিলো। সে ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের ২নং ওয়ার্ডের নূর মিয়ার পুত্র। জানা যায়, একই ইউনিয়ন এর তাতারী মহল্লার মৃত মিজান উল্বার পুত্র ইরফান আলী (৫০) এই হাওরে গরু রাখালের কাজ করতেন। তার লাঠির আঘাতে হত্যা করা হয়েছে বলে দাবি নিহত শিশু তরিকুল এর পিতা নূর মিয়ার।
দুপুর সাড়ে ১২টার দিকে রাখাল ইরফান আলী গরুর দিকে লাঠি উড়িয়ে মারলে শিশু তরিকুলের উপর আঘাত হানলে মাটিতে লুটিয়ে পরে যায় বলে দাবি রাখালের। এই লাঠির আঘাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় শিশু তরিকুল মিয়ার।এই খবরটি তরিকুলের পরিবারসহ আশপাশের লোকজনের মধ্যে জানাজানি হলে হাওরের দিকে ছুটে যান এলাকাবাসী। এসময় শিশু তরিকুলের পিতা ঘটনাটি তার ইউপি সদস্য শাহেদ মিয়াকে ফোনে অবগত করেন। তাৎক্ষণিক ইউপি সদস্য শাহেদ মিয়াও এলাকার লোকজনকে সাথে নিয়ে বড় বান্দের (আলীপুর) ছুটে যান। সেখান থেকে শিশু তরিকুলকে উদ্ধার করেন এবং উত্তেজিত জনতার হাত থেকে রাখাল নূর মিয়াকে বাঁচাতে হাওর থেকে তাদের সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে তরিকুল এর লাশটি উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করার জন্য থানায় নিয়ে যান এবং রাখালকে আটক করে তাদের সাথে নিয়ে যাওয়ার বিষয়টি সূত্র গুলো নিশ্চিত করে।
এব্যাপারে এসআই আওয়ালের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশু তরিকুলের ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রাখাল ইরফান আলীকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হুসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com