মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন

শহরে পরিচ্ছন্নতা অভিযান জেলা প্রশাসন আয়োজিত তারুণ্যের উৎসব

শহরে পরিচ্ছন্নতা অভিযান জেলা প্রশাসন আয়োজিত তারুণ্যের উৎসব

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য-শূন্যতার প্রচারে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫। উৎসবের আয়োজক ছিল হবিগঞ্জ জেলা প্রশাসন। গতকাল বুধবার শহরের নিমতলায় এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। উদ্বোধনকালে জেলা প্রশাসক হবিগঞ্জকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার জন্য সকল স্তরের নাগরিকদের মাঝে সচেতনতা গড়ে তোলার আহবান জানান। পরিচ্ছন্ন ও নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তিনি তরুণদের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রেজাউল হক খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আবদুল কাদের প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার উপপরিচালক প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহিদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভা শেষে হবিগঞ্জ শহরের প্রধান সড়কে পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়। দুইটি টিমে বিভক্ত হয়ে পরিচালিত এই অভিযানের সার্বিক সহযোগিতায় ছিল হবিগঞ্জ পৌরসভা, বিডি ক্লিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। হবিগঞ্জ পৌরসভার ব্যাটারী চালিত দুটি নতুন মিনি গারভেজ ভ্যান ওই অভিযানে চালু করা হয়। এছাড়াও হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের নতুন এপ্রোন দেয়া হয়। পৌরসভার পরিচ্ছন্নতা টিমের অংশগ্রহনে সার্বিক সমন্বয় করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী।
এ সময় শায়েস্তানগর এলাকায় ফুটপাটে অবৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য জনৈক ব্যবসায়ীকে জরিমানা করা হয়। নিজ নিজ দায়িত্বে ফুটপাত হতে দোকানপাট ও মালামাল অপসারণ না করলে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে পুলিশ প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে জানান পৌর নির্বাহী কর্মকর্তা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com