মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম এর ব্যবহৃত সরকারি মোবাইল নম্বর ক্লোন করার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। একটি প্রতারক চক্র সেই নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করেছে বলে জিডিতে উল্লেখ করেন ইউএনও। এর আগে উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও মাধবপুর ফেইসবুক পেইজে একটি সর্তক বার্তা প্রচার করেন। তিনি সেখানে উল্লেখ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা’র সরকারি মোবাইল নম্বর ০১৭৩০-৩৩১১৩২ নম্বর ক্লোন হয়েছে। এ নম্বর থেকে ফোন করলে আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা জানান এ নিয়ে কয়েকবার সরকারি নম্বরটি ক্লোন করা হল। উপজেলা খাদ্য কর্মকর্তাসহ কয়েকটি প্রতিষ্ঠানে আমার নামে চাঁদা চাওয়ার বিষয়টি অবগত হওয়ার সঙ্গে সঙ্গে ফেইসবুকে সর্তকতামূলক পোস্ট এবং থানায় সাধারণ ডায়েরি করেছি। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন জানান, এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে। প্রতারকচক্রকে সনাক্ত এবং আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ কাজ করছে।
Leave a Reply