চুনারঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় বাল্লা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাল্লা তিন কোনা খেলার মাঠে সীমান্ত অপরাধ, চোরাচালন ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভার আয়োজন করেছে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ৫৫ বিজিবি এডি ইয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তানজিলুর রহমান। এছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চুনারঘাট থানার অফিসার ইনচার্জ নূর আলম, গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাকিল আহমেদসহ বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং স্থানীয় জনসাধারণ। সভায় অধিনায়ক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের ভৌগলিক সীমানা সুরক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। সীমান্তে নিরবচ্ছিন্ন টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমরা চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধ করছি। মাদকদ্রব্য চোরাচালান রোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। তবে এই কাজে সকল স্থরের জনসাধারণের জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরী বলে তিনি মন্তব্য করেন। অধিনায়ক আরও জানান, ৫৫ বিজিবি’র অধীনস্থ প্রতিটি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) দিন-রাত ২৪ ঘণ্টা সীমান্তে টহল দিচ্ছে। সীমান্ত সুরক্ষা কার্যক্রমের পাশাপাশি স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকার মানুষ বিজিবিকে সহযোগিতা করলে মাদক চোরাচালান রোধ আরও সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ধর্মীয় উপাসনালয় যেমন মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের প্রতি আহবান জানানো হয়।
Leave a Reply