স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের কৃতি সন্তান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এএসএম আমানুল্লাহ ফেরদৌস বলেছেন, ‘শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের প্রয়োজন। এতে শিক্ষা ব্যবস্থাপনাকে আরো সংস্কার করতে হবে। প্রতিষ্ঠানে রাজনীতি প্রবেশ করায় শিক্ষার পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতি থেকে দূরে রাখতে হবে। এতে শিক্ষার পরিবেশ ভাল থাকবে। আমরা কারিগরি শিক্ষার দিকে আমরা নজর দিচ্ছি। আমরা অনার্স মাস্টার্স এর সাথে কারিগরি শিক্ষা চালু করবো। শিক্ষার্থীরা অনার্স মাস্টার্স করবে সাথে কারিগরি শিক্ষাও অর্জন করবে। সেটা জাতীয় বিশ^বিদ্যালয় ও বিদেশি প্রতিষ্ঠান সার্টিফাই করবে। যদি কারিগরি শিক্ষার উপরে একটি সার্টিফিকেট কোর্স দেয়া যায়, তাহলে শিক্ষার্থীরা ভাল বেতনের চাকুরি করার সুবিধা পাবে’। গতকাল শুক্রবার রাত ৮টায় হবিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন। তিনি আরও বলেন, ‘এখনে যে ছেলে-মেয়েটা ২০ থেকে ২৫ হাজার টাকা বেতনে চাকুরী করে, তখন তারাই ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকা মাসিক বেতন চাকুরী করবে। আমাদের দেশে প্রায় ২৫ বিলিয়ন রেমিট্যান্স আসে সেটা ৫ থেকে ১০ বছরের মধ্যে ১০০ বিলিয়নে নেয়া যাবে। পরিশেষে তিনি কৃষি বিদ্যালয়ের জায়গা নির্ধারণের জন্য সাংবাদিকদের কাছে আহ্বান করেন। দ্রুত স্থায়ী ক্যাম্পাস স্থাপনের বাস্তবায়নে তিনি কাজ করবেন বলে জানান।
হবিগঞ্জ প্রেসক্লাব এডহক কমিটির সদস্য ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের কৃতি সন্তান নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. খন্দকার এম আশরাফুল মুনিম ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাবান মিয়া, শফিকুল ইসলাম, শোয়েব চৌধুরী ও রাসেল চৌধুরী প্রমূখ। এতে হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে প্রেসক্লাব নেতৃবৃন্দ হবিগঞ্জের ৩ কৃতি সন্তান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এএসএম আমানুল্লাহ ফেরদৌস, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. খন্দকার এম আশরাফুল মুনিম ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সৈয়দ সায়েম উদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছছা জানান এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
Leave a Reply