চুনারুঘাপ প্রতিনিধি ॥ চুনারুঘাট প্রেসক্লাব নিয়ন্ত্রণ নিয়ে সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু পকেট কমিটি ঘোষণা করলেন। তার বাসায় নিয়ে পছন্দের সাংবাদিকদের নিয়ে কমিটি গঠন করলে চুনারুঘাটের সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়। কমিটি ঘোষণার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশ হলে সেটি ভাইরাল হয়। বিষয়টি এখন চুনারুঘাটের টক-অফ-দা টাউনে পরিণত হয়েছে।
উল্লেখ্য, চুনারুঘাট প্রেসক্লাবেরন দ্বি-বার্ষিক কমিটি গঠন করার জন্য সিনিয়র সাংবাদিক আলমগীর হোসেনকে আহ্বায়ক করে একটি কমিটি ঘোষণা করে চুনারুঘাটের সাংবাদিক নেতৃবৃন্দ। কমিটি আগামী ২৫ জানুয়ারি নির্বাচন দেয়ার জন্য তফসিলও ঘোষণা করে। এ বিষয়ে আহবায়ক কমিটি সকল প্রস্তুতি সম্পন্ন করে। সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু বিএনপি নেতা ও ব্যবসায়ীদের কমিটিতে নিয়ে আসেন। তিনি চুনারুঘাটের মূলধারার সাংবাদিকদের নির্বাচন থেকে বিরত রাখতে কমিটি ঘোষণা করেন। তিনি অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা দেখিয়ে নির্বাচন বন্ধ করে দেন। এ নিয়ে চুনারুঘাট প্রেসক্লাব পুনঃর্গঠন কল্পে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটিতে প্রধান হিসেবে রাখা হয় চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসানকে।
Leave a Reply