চুনারুঘাট প্রতিনিধি ॥ আমরা এমন কোন কাজ করবো না, যাতে মানুষের কষ্ট হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরাও এমন কোন কাজ করবে না। শেখ হাসিনা মানুষের ভোটাধিকার হরণ করেছিল ১৭ বছর মানুষ ভোট দিতে পরেনি। আগামীতে যাতে মানুষ ভোট দিতে পারে আমাদের সেই ভাবে কাজ করতে হবে, আপনাদের ঐক্য থাকতে হবে। ঐক্য না থাকলে আমরা আগামীতে এ আসন পাব না। তিনি বলেন, আমাদের রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পেতে হলে আমাদের আমাদের হবিগঞ্জের ৪টি আসন চাই। হবিগঞ্জের অন্য আসনের কথা আমরা জানি না, আসনটা কিন্তু আমাদের লাগবেই। হবিগঞ্জের ৪ আসনে যাকেই মনোনয়ন দেয়া হোক আপনাদের তাকেই বিজয়ী করতে হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে চুনারুঘাট উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত জনসভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট শাম্মী আক্তার বলেছেন এসব কথা বলেন। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সালেহ মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে ও যুবদলের যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম সুজনের অনুষ্ঠিত সভায় বক্তক্ত রাখেন আলহাজ্ব হোসাইন আলী রাজন, সাবেক সাংগঠনকি সম্পাদক শামছুল হক তালুকদার, আঃ রহিম শ্যামল তালুকদার, আব্দুর রব মাষ্টার, শ্রমিক দল সভাপতি জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আজাদ তালুকদার, যুবদল নেতা ফারুক আহমেদ, ঈশা খান, উপজেলার ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ, পৌর ছাত্রদলের আহবায়ক সাইফুর রহমান সুজন. সদস্য সচিব শাহ প্রান্ত।
Leave a Reply