মাধবপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ খেলাফত মজলিশের নায়েবে আমীর শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, আধুনিক বিশে^ সকল সমস্যার সমাধান রয়েছে ইসলাম ধর্মে, যা অন্য কোন ধর্ম গ্রন্থে নাই। মহান রাব্বুল আলামিন পৃথিবীতে পবিত্র কোরআন অবতীর্ণ করার সাথে সাথে ইসলামের অন্যান্য ধর্মগ্রন্থ রহিত করে দেন। কিয়ামত পর্যন্ত একটি মাত্র ধর্মগ্রন্থ থাকবে তা হচ্ছে পবিত্র কোরআন শরীফ। অর্থনীতির ভীত মজবুদ ছাড়া একটি সরকার সফল হতে পারে না। ইসলামেই রয়েছে অর্থনীতির ভীত মজবুত করার সুবিন্যাস কৌশল।
বিগত ২০০৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সঠিক নির্বাচন ব্যবস্থা আনতে গিয়ে হাজার হাজার মানুষ রাজপথে রক্ত দিয়েছে। অথচ সুষ্ঠ নির্বাচন ব্যবস্থা রয়েছে ইসলামে। ইসলামি শাসন ব্যবস্থা ছাড়া বিপ্লব আসবে আর যাবে, কিন্তু বৈষম্য দূর হবে না। এ দেশ থেকে বৈষম্য দূর করতে রাজপথে ছাত্র-জনতাকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠা করা একমাত্র ইসলামের কমিটমেন্ট। এ জন্য এ দেশে ইসলামি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে বিপ্লব আসবে আর যাবে, কিন্তু বৈষম্য দূর হবে না। আওয়ামী লীগ সরকার ধর্ম নিরপেক্ষতার কথা বলে এ দেশের সাধারণ মানুষের ঈমান হরণ করেছে। যারা সারা বছর খেলে হবে, খেলা হবে বলে চিৎকার দিতেন তারা আজ কোথায়? ৫৫ হাজার বর্গমাইলের ভেতর আপনাদের একজন খেলোয়াড়কেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না।
গতকাল শনিবার রাতে মাধবপুর স্টেডিয়াম মাঠে মাধবপুর উলামা পরিষদ আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। হাফেজ মাওলানা ওমর মোকদ্দাস (নোয়াখালীর পীর)’র সভাপতিত্বে এবং মাধবপুর উলামা পরিষদ এর সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ওয়াজেদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মুফতি সিবগাতুল্লাহ নূর, মাওলানা আবু সালেহ সাদি, পশ্চিম মাধবপুর জামে মসজিদের খতিব মাওলানা মনিরুল ইসলাম, ডাক বাংলা জামে মসজিদের খতিব মাওলানা এহতেশামমুল হক, মাওলানা ইসমাঈল রাহমানী, হাফেজ মাওলানা সাইফুল্লাহ আনছারী প্রমুখ।
Leave a Reply