বুধবার, ২১ মে ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে ভারতীয় গরু অনুপ্রবেশ নিয়ে শঙ্কায় খামারিরা মাধবপুরে দুনীর্তি প্রতিরোধ কমিটির বির্তক প্রতিযোগিতা বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই মাধবপুরে ভাবি ভাতিজিসহ তিনজনকে হত্যার দায়ে তাহেরের মৃত্যুদন্ড বাংলাদেশেও বন্যা ঘটতে পারে বিশেষজ্ঞদের শঙ্কা উজানে বন্যার প্রতিধ্বনি হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজনে দুদকের গণশুনানি শায়েস্তাগঞ্জে ১১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি গিলাফ চড়ানোর মাধ্যমে হযরত শাহজালাল (রহঃ)-এর ওরস শুরু ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামি স্বামী-স্ত্রী হবিগঞ্জে গ্রেপ্তার নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা দু’জনের কারাদণ্ড
আ’লীগ সরকারের আমলে বিএনপি নেতাকর্মীরা বহু ক্ষতিগস্থ হয়েছেন -জীবন

আ’লীগ সরকারের আমলে বিএনপি নেতাকর্মীরা বহু ক্ষতিগস্থ হয়েছেন -জীবন

আব্দুল মালেক, বানিয়াচং থেকে ॥ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন বলেছেন, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ১৬টি বছর লড়াই-সংগ্রাম করতে গিয়ে বহু নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। অনেকে বিনা বিচারে জেল খেটেছেন এবং করেছেন পঙ্গুত্ববরণ। আমাদের নেতা এম ইলিয়াছ আলী এখনো নিখোঁজ রয়েছেন। তবুও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নেতাকর্মীরা মাঠ ছাড়েননি। এরই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ক্ষেত্রে কেউ যদি একক কৃতিত্ব নিতে চান তাহলে সেটা দুঃখজনক। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা বিএনপির উদ্যোগে হাসান মঞ্জিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোস্তফা আল হাদীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জাহির হোসেন এর সঞ্চালণায় প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি.কে গউছ বলেন, বিগত সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, সরকার পতন হলে ১ লাখ নেতাকর্মী প্রাণ হারাবেন। আমাদের এত সব নেতাকর্মী গুম-খুন, জেল-জুলুম ও নির্যাতন ভোগ করার পরও আমরা প্রতিহিংসায় মেতে উঠেনি। আর এটা সম্ভব হয়েছে আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বহুমাত্রিক নেতৃত্বের কারণে। আমরা চাই দ্রুত সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমান সরকার অনেক কিছুই সামাল দিতে পারছে না। কারণ হচ্ছে তারা কোনো নির্বাচিত প্রতিনিধি না। তাই অনেক কিছুর সাথে দ্রব্যমূল্যও নিয়ন্ত্রণে আসছে না।
বিশেষ অতিথির বক্তব্যে বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন বলেন, বহুপ্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আগামীতে বিএনপিকে ক্ষমতায় আসতে হলে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। কোনো কর্মী/নেতা যদি বিভিন্ন অপরাধে জড়িত হন তাহলে তাদের বিরুদ্ধে দল কঠিন ব্যবস্থা নেয়া হবে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল ও নকিব ফজলে রকিব মাখন, জেলা যুবদল আহবায়ক মোঃ জালাল আহমেদ ও জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান মিজান প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2024 DailyBijoyerProtiddhoni
Design & Developed BY ThemesBazar.Com