মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পেটে বাধা গাঁজা সহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ মাধবপুর থানার কাশিমনগর ফাঁড়ির পুলিশ ওই নারীকে ৪ কেজি গাঁজাসহ আটক করে। গাঁজাসহ নারীকে চৌমুহনী ইউনিয়নের সমজদিপুর এলাকায় থেকে আটক করা হয়। আটককৃত নারী দিনাজপুর জেলার কসবা গ্রামের ফজর আলীর মেয়ে রোকসানা আক্তার (৩৫)। গতকাল বুধবার বিকালে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে অভিযানে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, চৌমুহনী ইউনিয়নের মনতলা চেঙ্গারবাজার সড়ক দিয়ে গাঁজার চালান আসতে পারে এ মর্মে পুলিশ খবর পায়। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে বোরখা পরিহিত একজন নারীকে সিএনজি যোগে যাওয়ার সময় পুলিশ ওই নারীকে চ্যালেঞ্জ করে। পরে তাকে তল্লাশী করে নারীর পেটের সাথে বাধা ৪ কেজি গাঁজা জব্দ করা হয়। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আটক ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
Leave a Reply