মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সায়হাম গ্রুপের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বুল্লা ও বাঘাসুরা ইউনিয়নের গরিব অসহায় মানুষের মাঝে সায়হাম গ্রুপ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সায়হাম গ্রুপের পরিচালক সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ,শাহজাহান উপস্থিত থেকে বুল্লা ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ করেন।।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান তাজ উদ্দিন টেনু মিয়া, বিএনপি নেতা মিছির আলী, যুবদল নেতা আনিছুর রহমান। একই দিন দুপুরে বাঘাসুরা ইউনিয়নে সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন সায়হামের পরিচালক সৈয়দ এবিএম সেলিম।এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার শহিদ মিয়া বিএনপি নেতা মোস্তফা কামাল বাবুল।
সায়হামের পরিচালক সৈয়দ মোঃ শাহজাহান ইফতার বিতরণ কালে বলেন, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সলের ইচ্ছা অনুযায়ী এগুলো বিতরণ হচ্ছে। মাধবপুর ও চুনারুঘাটের অস্বচ্ছল লোকজন যাতে ভালভাবে রোজা ও ঈদ আনন্দ ভালভাবে পালন করতে পারে সেদিক চিন্তা করে সায়হামের পক্ষ থেকে ইফতার সামগ্রী উপহার দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, সায়হাম নিজের জন্য ব্যবসা করেনা। মানুষের কল্যাণের জন্য কাজ করেন। মাধবপুর ও চুনারুঘাটের জনগনের সাথে সায়হামের গ্রুপের সুদীর্ঘকাল ধরে সম্পর্ক রয়েছে। আমাদের পরিবারের সদস্য সৈয়দ মোঃ কায়সার এমপি ও কৃষি প্রতিমন্ত্রী থাকাকালে মাধবপুরে অনেক উন্নয়ন মূলক কাজ করে গেছেন। রাজনৈতিক কারনে অহেতুক আমাদের উপর বিগত সরকার বহু অত্যাচার করেছে। বিনা কারনে মিথ্যা কল্পকাহিনী তৈরি করে আমাদের রাজনৈতিক ভাবে হয়রানি করা হয়েছে। আমরা জনগনের উপর এসবের বিচারের ভার ছেড়ে দিয়েছি। আমরা হবিগঞ্জের মানুষকে নিয়ে সকলে মিলেমিশে থাকতে চাই।
Leave a Reply