বাহুবল প্রতিনিধি ॥ ‘গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ, ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন অনেক খুশি’ এই প্রতিপাদ্য নিয়ে বাহুবলে ফিতা কেটে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ ২০২৫ এর কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাহুবল উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন। জানা গেছে, উপজেলার প্রকৃত কৃষকদের কাছ থেকে এ বছর ৩৬ টাকা কেজি ধরে ৫৬৩ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি ধরে ১২৩ মেট্রিক টন সিদ্ধ চাল ক্রয় বা সংগ্রহ করবে উপজেলা খাদ্য গুদাম। এরই ধারাবাহিকতায় কর্মসূচির উদ্বোধনী দিনে একজন কৃষকের কাছ থেকে ৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়। এ সময় উপস্থিত উপজেলা খাদ্য গুদামের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা রেজাউল ইসলাম, খাদ্য পরিদর্শক দীপক চন্দ্র দাস, একাডেমীক সুপার ভাইজার সোহেল রানা প্রমুখ।
Leave a Reply