স্টাফ রিপোর্টার ॥ রূপান্তর এর আয়োজনে গতকাল শনিবার স্থানীয় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে রাজনৈতিক- সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ ও প্রান্তিক জনগোষ্ঠীর গনতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লাখাই উপজেলার বামই ইউ,পি চেয়ারম্যান, জনাব আজাদ হোসেন ফুরুক ,হবিগঞ্জ সদর উপজেলার লোকরা ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব কায়সার রহমান । জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক অধ্যাপক ইকরামুল ওয়াদুদ , যুগ্ন আহবায়ক, অধ্যাপক জাহান আরা খাতুন, অ্যাডভোকেট শায়লা খান, চাঁদ সুলতানা চৌধুরী, মোহাম্মদ বাহার উদ্দিন, মহিউদ্দিন আহম্মেদ রিপন, এবং বাবুল মল্লিক। হবিগঞ্জ জেলার নয়টি উপজেলা যুব ফোরামের আহ্বায়ক বৃন্দ দিনব্যাপী অনুষ্ঠানমালা অংশগ্রহণ করেন। নাগরিক প্লাটফর্ম এর সদস্য সচিব জনাব বন্ধু মঙ্গল রায় এর উপস্থাপনায় জনপ্রতিনিধিদের সাথে উপজেলা যুব ফোরাম এর মেলবন্ধন এবং নাগরিক প্ল্যাটফর্ম এর সহযোগিতায় জেলার সম্প্রীতি এবং রাজনৈতিক সচেতন জনগোষ্ঠী তৈরিতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে প্রাণবন্ত আলোচনা উপস্থাপিত হয় এবং বিভিন্ন দিক নির্দেশনার মধ্য দিয়ে দিনের কার্যক্রম সম্পন্ন হয়। রূপান্তর আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী জনাব কাজী মফিজুর রহমান প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য এবং যুব ফোরাম ও নাগরিক প্ল্যাটফর্ম এর কার্যক্রম সম্পর্কে বিস্তর আলোচনা করেন। আলোচনা পরবর্তীতে জনপ্রতিনিধিরা স্থানীয় পর্যায়ে সম্প্রীতি রক্ষায় নানা রকমের পদক্ষেপ এর কথা উল্লেখ করেন সাথে সাথে জনসম্পৃপ্ত এবং জবাবদিহি মূলক একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় তারা যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্ম এর সহযোগিতা কামনা করেন।
Leave a Reply